Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংগঠনিক কাঠামো

২০০৩ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রাক্কালে একদল সচেতন নাগরিকের উদ্যোগে ২০০২ সালের ১২ নভেম্বর ‘সিটিজেনস্ ফর ফেয়ার ইলেকশনস’ (ঈঋঊ) নামে একটি নাগরিক সংগঠন আত্মপ্রকাশ করে। ভোটারগণ যাতে জেনে-শুনে-বুঝে, সৎ, যোগ্য, আদর্শবান ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীর পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং ভালো মানুষেরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হতে পারে সেজন্য ভোটারদেরকে তথ্যভিত্তিক ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা ছিল এই সংগঠনের লক্ষ্য।

পরবর্তীতে ‘সিটিজেনস্ ফর ফেয়ার ইলেকশনস’ এর কার্যক্রমকে শুধুমাত্র নির্বাচন এর মাঝে সীমাবদ্ধ না রেখে আরো বিস্তৃত করার লক্ষ্যে এর নতুন নামকরণ করা হয়।

ধারা-১:
নাম ও ঠিকানা: এই সংগঠনের নাম হবে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’। ‘সুজন’ এর কেন্দ্রীয় সচিবালয়ের ঠিকানা হবে- ২/২ ব্লক এ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ; ফোন: ৮৮-০২-৯১৩০৪৭৯, ৯১৪৬২৭১; ফ্যাক্স: ৮৮-০২-৯১৪৬১৯৫; ই-মেইল: shujan.info@gmail.com, ওয়েব: http://www.shujan.org ও http://www.votebd.org.

ধারা-২:
লক্ষ্য ও উদ্দেশ্য: গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরূপ দেয়াসহ রাষ্ট্রের ও সমাজের সকল ক্ষেত্রে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং প্রিয় দেশমাতৃকাকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই হবে ‘সুজন’ এর মূল লক্ষ্য।

লক্ষ্যে পৌঁছার জন্য উদ্দেশ্যসমূহ হবে:

ক.    আইনের শাসন, মানবাধিকার সংরক্ষণ, সমতা, ন্যায়-পরায়ণতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা তথা সমাজের সকল স্তরে গণতন্ত্রের চর্চা  নিশ্চিত করার লক্ষ্যে নাগরিকদের সচেতন,  সক্রিয়, সোচ্চার ও সংগঠিত করা।

খ.    সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে কাক্ষিত সংস্কারের লক্ষ্যে জনমত গঠন ও ‘চাপ সৃষ্টিকারী গোষ্ঠী’ হিসেবে কাজ করা এবং এ সমস্ত ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তনের নিরীক্ষক ও ‘অতন্দ্র প্রহরী’র ভূমিকা পালন করা।

ধারা-৩:
সংগঠন পরিচালনার মূলনীতি: ‘সুজন’ পরিচালনার মূলনীতি হবে দল নিরপেক্ষতা, একতা, সততা, স্বচ্ছতা, সমতা ও অসাম্প্রদায়িকতা।

ধারা-৪:
সদস্য পদ: সমাজের সৎ, আদর্শবান, চিন্তাশীল ও জনকল্যাণে নিবেদিত যে কোনো প্রাপ্ত বয়স্ক ব্যক্তি ‘সুজন’এর সদস্য হতে পারবেন। সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিগণ আগ্রহী হলে সুজনের প্রাথমিক সদস্য হতে পারবেন, তবে কোনো কমিটির পদ গ্রহণ করতে পারবেন না। সংশ্লিষ্ট ব্যক্তি যে স্তরে সদস্যপদের আবেদন করবেন, সেই স্তরের কমিটিই তাঁকে সদস্যপদ প্রদান করতে পারবে। যে কোনো প্রাথমিক সদস্য পরবর্তীতে যে কোনো স্তরের কমিটিতে পদ গ্রহণ করতে পারবেন। তবে ঋণ খেলাপী, কর খেলাপী, বিল খেলাপী, কালো টাকার মালিক, ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ব্যক্তি সুজনের সদস্য হতে পারবেন না। ‘সুজন’এর কার্যক্রম পরিচালনার জন্য সদস্যগণকে নির্দিষ্ট হারে বার্ষিক/মাসিক সদস্য ফি প্রদান করতে হবে। ‘সুজন’ এর সঙ্গে সংশ্লিষ্ট সকলেই হবেন স্বেচ্ছাব্রতী।