বড় বিল আগে মানুষ চাষাবাদের জন্য ব্যবহার করতো এখন মানুষ চাষাবাদ ছাড়াও তার রুপ দেখের উদ্দেশেও যায়।বহুগ্রামে বর্ষা মেৌসুম পৃকৃতির যে এক অপুরুপ লিলা ক্ষেত্র হয়ে ওঠে যার মাধ্যমে মানুষ বর্ষা মৌমুমে ভিড় জমায় এই সন্দর দৃশ্য দেখতে ।কারন বর্ষায় যে বড় বিল রয়েছে তার এক রুপ মানুষের চোখে ধরা পড়ে।আর পড়ন্ত বেলার এই দৃশ্য সবাই দেখার উদ্দেশ্যে অনেকে আসে এই বহুগ্রামে।বহুগ্রামে প্রকৃতিক দৃশ্য আরো দেখার ভালো ব্যবস্থা হয়েছে কারন এখন মোটামুটি সব জায়গায় পাকা রাস্তা হওয়ায় নেৌকা পথ ছাড়াও স্থল পথ দিয়ে মানুষ সেখানে যেতে পারে।বড় বিল শস্যক্ষেত্রের লিলাভূমি । যার উপর নির্ভর করে বেচে আছে হাজার হাজর মানুষ । বাংলাদেশ কৃষি নির্ভর দেশ তাইল শতকরা ৮০% লোক কৃষক।বর্তমানে বড় বিলের কিছু অংস্য বর্ষার মৌসুমে খোলা পানিতে মাছ চাষ হয়।যার ফলে বেকার যুকদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। আপনারা আসুন বড়বিলের প্রকৃতিক দৃশ্য দেখার উদ্দেশ্যে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস